আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুর সদরে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টুংচর নতুন রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।
আহত আলী হোসেন সরদার (৫৫) উপজেলার মজুমদার কান্দী গ্রামের মৃত নোয়াব আলী সরদারের ছেলে। তিনি সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের সমর্থক।
স্থানীয়রা জানায়, চিতলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম হাওলাদার এবং সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
আরও পড়ুন: মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে কুপিয়ে জখম
৩ মে মজুমদার কান্দী গ্রামে এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুস সালাম হাওলাদারের সমর্থক কুদ্দুছ বেপারী নিহত হন। ওই ঘটনায় আলী হোসেন সরদারকে কুদ্দুস বেপারী হত্যার আসামি করা হয়। এদিকে ঘটনার পর নিজ বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী টুংচর এলাকায় গিয়ে থাকতে শুরু করেন আলী হোসেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলী হোসেন সরদারকে ধরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় প্রতিপক্ষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম হাওলাদারের মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাগেরহাটে এসআইকে কুপিয়ে জখম
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, চিতলিয়ায় আলী হোসেন সরদার নামে এক লোকের ওপর হামলা হয়েছে এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।