শেরপুরে পৃথক ঘটনায় শিশু ও নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
ফুফুর বাড়ি যাওয়া হলো না আট বছর বয়সী শিশু লামিয়ার। বন্যার পানিতে ডুবে অকাল মৃত্যু ঘটেছে তার।
আরও পড়ুনঃ খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার নালিতাবাড়ী কলসপাড় ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত লামিয়া (৮) উপজেলার পূর্ব সূর্য্যনগর গ্রামের লালচাঁন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সূর্য্যনগর গ্রামের লাল চাঁনের বাড়ি প্লাবিত হয়। বাড়ির পেছনের কাঁচা রাস্তাতেও বন্যার পানি ওঠে। সোমবার সকালে শিশু লামিয়া দু্ই সহপাঠীকে নিয়ে পাশেই ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় ওই রাস্তার ভাঙা জায়গা দিয়ে পারাপারের সময় তিনজনই অসাবধানতাবশত রাস্তার গর্তে পড়ে যায়। চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। তবে অপর দুই শিশু অক্ষত থাকলেও লামিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুনঃ পঞ্চগড়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
এদিকে, নালিতাবাড়ী পৌরসভার আমবাগান মহল্লার হাজেরা খাতুন (৬৫) নামে এক নারী রবিবার সন্ধ্যায় ভোগাই নদীর তীরে বেড়াতে গিয়ে পানির তোড়ে ভেসে যায়। সোমবার দুপুরে ভোগাই নদীর ভাটিতে গোবিন্দনগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনা দু’টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।