শেরপুরে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে ঝগড়ায় নাজিরুল ইসলাম বদন (৬০) নামে এক কৃষক খুন হবার ঘটনা ঘটেছে। নিহত নাজিরুল বদন ওই গ্রামের মৃত চিনু শেখের ছেলে।
শেরপুর সদর উপজেলার হাওড়া নিজপাড়া গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তারা হলেন- বদন মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩৫) ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মনির হোসেন (২৫)। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ শেরপুরে বন্যহাতির আক্রমণে গারো অধিবাসী নিহত
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-মো. জমসেদ আলী, তার ছেলে তোরমান আলী, মো. লোকমান, জোসনা বেগম. মো. হিরণ, আক্তার আলী, অজুফা বেগম, হাসনা বেগম ও নুরুন্নাহার।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাজিরুল ইসলাম বদনের পরিবারের সাথে প্রতিবেশী জমশেদ আলী ও তার পরিবারের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই সীমানায় শুক্রবার সকাল আটটার দিকে নাজিরুল ইসলাম বদন গরুর গোবর ফেলতে গেলে জমসেদ আলীর ছেলে তোরমান আলীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট শুরু হলে নাজিরুল বদন ও তার ছেলে মোশারফ গুরুতর আহত হয়।
এসময় মারপিট থামাতে গিয়ে প্রতিবেশী মনির হোসেনও আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে নাজিরুল ইসলাম নাজিরুল বদন মারা যায়।
সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৯ জনকে আটক করেন।