শেরপুর সদর উপজেলায় আগুনে পুড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এসময় ওই বাড়ির চারটি গরুও পুড়ে মারা যায়।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদরের কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- কামারেরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম এবং তার নাতি শরিফ হোসেন।
আরও পড়ুন: ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: চমেকে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পয়াস্তিরচর গ্রামে কৃষক আমান উল্লাহর গোয়াল থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু শরিফ আগুনে পুড়ে মারা যায়। আর ফিরোজা বেগম গরুগুলোকে আগুন থেকে রক্ষার জন্য গোয়ালঘরে গেলে মারাত্মকভাবে দগ্ধ হন।
শেরপুর ফায়ার সাভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, শেরপুর সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে শরিফের লাশ উদ্ধার করে। আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে সেখানে সকাল ৮টার দিকে তিনি মারা যান। এছাড়া আগুনে গোয়ালঘরে থাকা চারটি গরু মারা যায়। আগুনে প্রায় ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবকের মৃত্যু