সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে আমরা সব সময় সাংবাদিকদের বিপদে-আপদে সহযোগিতা করি, পাশে দাঁড়াই। আমরা অনুরোধ করি তারা যাতে সত্যের পক্ষে এবং নিরপেক্ষ থাকে।যারা সত্যের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, স্বাধীনতার পক্ষে কথা বলবে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করবো।
রবিবার গাজীপুর প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ৭২ বছরের আওয়ামী লীগকে কলঙ্কিত করার মত কোন কুলাঙ্গার যাতে সৃষ্টি না হয়। সাংবাদিকদের মধ্যে আমরা কোন দলাদলির চাই না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের আদর্শে দেশের সব জায়গায় শৃঙ্খলা আছে। সাংবাদিকতায়ও শৃঙ্খলা থাকতে হবে। সবকিছুই তার নিজস্ব গতিতে চলে সেখানে সরকার ও আওয়ামী লীগ সহযোগিতা করে। আজ সাংবাদিকরাও বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে। আমরা সবাই মিলে দেশটাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিতে কাজ করছি।
আরও পড়ুন: গাজীপুরে হবে ১২ লেনের সড়ক: মেয়র জাহাঙ্গীর
এই অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য আব্দুল হাদী শামীম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, সাংবাদিক নাসির আহমেদ, মো. খায়রুল ইসলাম, এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, নজরুল ইসলাম আজহার প্রমুখ।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেয়া শুরু