সাতক্ষীরার পাটকেলঘাটায় কলেজ পড়ুয়া ছেলের বন্ধুদের হাতে নিহত হয়েছে ফারুক হোসেন (৪৫) নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাটকেলঘাটা থানার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, কলেজ পড়ুয়া ছেলের মারধরের প্রতিবাদ করতে গিয়ে ফারুক মারপিটের শিকার হয়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে বাইসাইকেলে বাড়ি ফিরছিল।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশার সঙ্গে তার অপর দুইবন্ধুর কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতা-হাতিতে রূপ নেয়। বিষয়টি বাদশার বাবা ফারুক হোসেনের কানে পৌঁছালে তিনি ঘটনাস্থলে গিয়ে নয়ন ও লাকীকে বকাঝকা করে।
তিনি বলেন, অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে লাটি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে ফারুক হোসেন মারা যায়।
ওসি আরও বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত