সাভারে পূর্ব শত্রুতার জের ধরে ‘কিশোর গ্যাং সদস্য’কে ছুরিকাঘাত করেছে অপর আরেক কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার রাত ৯টার দিকে সাভার পৌর সাভার শিমুলতলা সিআরপি রোড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কিশোর আমিন (১৭) শিমুলতলা এলাকার স্থানীয় এক চা দোকানীর ছেলে।
শনিবার সকালে সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে সবাই যখন তারাবির নামাজ ব্যস্ত ছিলেন। তখন ওই সময় হঠাৎ সিআরপি রোডের শিপনের মুদি দোকানের সামনে মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে স্থানীয় কয়েক কিশোর ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা কিশোর গ্যাংয়ের সদস্যরা।
আরও পড়ুন: ঈদে বেড়াতে গিয়ে বরগুনায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী নিহত
এ সময় স্থানীয় কিশোর গ্যাং সদস্য আমিনের পিঠে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী এলাকার কিশোর গ্যাং লিডার পাপ্পু গ্রুপের প্রধান পাপ্পু ও গ্রুপ সেকেন্ড ইন কমান্ড হাবিব ও অনিক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আমিনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও আহত কিশোরের রক্তমাখা জুতাসহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে সাভার মডেল থানা পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
এদিকে কিশোর আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
এ ব্যাপারে এএসআই নাজমুল হুদা জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সাভার মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।