ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিনা পরোয়ানায় নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে ডিএমপিকে আহ্বান জানিয়েছে বিএনপি
তিনি বলেন, গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা কর্মীদের বাজারের সামনে মোতায়েন করা হবে।
এর আগে এদিন ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকার নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ভোর ৫টা ৪৩ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৯টা ১০ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় ঘন ধোঁয়ায় কমপক্ষে ১৯ জন অসুস্থ হয়ে পড়েন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট এবং দল এখনও আগুন নেভাতে কাজ করছে।
এছাড়া ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: ডাক্তার-নার্স পরিচয়ে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৬: ডিএমপি