সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলের কাঠের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের দুই ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সড়াতৈল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন বন্দি (৫২) একই গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে।
অভিযুক্ত আটকরা হলেন- নিহতের বড় ছেলে রুবেল (২২) ও ছোট ছেলে রাকিব (১৮)।
আর পড়ুন: রাজধানীতে ছেলের লোহার রডের আঘাতে বাবার মৃত্যু!
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, সাখাওয়াত হোসেন তার ছোট ছেলে রাকিবকে একটি সিএনজি কিনে দেয়ার পর থেকে বড় ছেলে রুবেলের সঙ্গে বিরোধ শুরু হয়। এ নিয়ে তাদের পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বড় ছেলে রুবেল ও তার স্ত্রী আল্পনা খাতুনের সঙ্গে সাখাওয়াতের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ছেলে রুবেল কাঠের পিঁড়ি দিয়ে বাবা সাখাওয়াতকে এলোপাতাড়ি আঘাত করে। এসময় ছোটো ছেলে রাকিব ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আর পড়ুন: মুন্সিগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ ভাইবোনের পর বাবার মৃত্যু
ওসি জানান, খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।