বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামাখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় শনিবার দিবাগত রাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন মাদরাসা শিক্ষার্থী নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ইয়াসির আলী (২৩), খালেদ হাসান (২১), ইমরান হোসেন (১৪) এবং ইলিয়াস হোসেন (২২)। তারা সবাই রাজধানীর তেজগাঁও এলাকার ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদরাসা শিক্ষার্থীরা নওগাঁয় বনভোজন শেষে ঢাকা ফিরছিলেন।
ওসি আরও জানান, মাদরাসা শিক্ষার্থীদের বহনকরা বাসটি রাত আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
এদিকে, দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আটক রাখা হলেও চালক ও হেলপার পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।