সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা নারী যাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল হাইকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র দিক নির্দেশনায় বুধবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ৭ বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
আব্দুল হাই ওই উপজেলার ভদ্রকোল গ্রামের মৃত ময়ান আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান, স্বামীসহ ওই নারী ট্রেনযোগে বাবার বাড়ি যাওয়ার জন্য ২২ আগস্ট বিকেলে ওই রেলস্টেশনে যান। স্টেশনের পাশে একটি চায়ের স্টলে তার স্ত্রীকে বসিয়ে রেখে ভ্যান ভাড়া দিতে টাকা ভাঙাতে পাশের বাজারে যান তার স্বামী। এ সময় একটি দল ওই নারীকে অপহরণ করে নিয়ে যায় এবং সংঘবদ্ধ ধর্ষণ করে। পরদিন সকালে একই এলাকার বেতকান্দি গ্রামের একটি আমবাগান থেকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয় এবং পুলিশের সহযোগিতায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে স্কুল ছাত্রী ‘ধর্ষণের’ শিকার
এ ব্যাপারে ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। ওসি নিজেই এই সংঘবদ্ধ ধর্ষণ মামলার তদন্তভার গ্রহণ করেন এবং এ মামলার তদন্ত কার্যক্রম শুরু করেন। এ মামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।