সিরাজগঞ্জের চাঞ্চল্যকর দোকান কর্মচারী শামিম শেখ হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাহিদ শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ ও গাজীপুরের র্যাব-১-এর সিপিএসসি সদস্যরা।
র্যাব-১২ কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামি নাহিদ (২৭) সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর-২ নম্বর গলি মহল্লার মো. ফরিদ শেখের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য ২০১৬ সালের ২৫ জুন উল্লাপাড়া গিয়ে নিখোঁজ হয়। পরদিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
পরবর্তীতে আদালত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদ শেখসহ তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা দেন।
এরই প্রেক্ষিতে সোমবার (৭ সেপ্টেম্বর) ১০টায় ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কের গাজীপুর মেট্রোপলিটন এলাকার রাজেন্দ্রপুর চৌরাস্তায় যৌথ অভিযান চালিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।