তারা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার শরিফ সুন্দর উত্তর পাড়া গ্রামের মো. মাহবুব মন্ডলের ছেলে মো. এনামুল মন্ডল (৩০), কুড়িগ্রাম জেলা সদরের শিমুলবাড়ী গ্রামের মো. আজিজার রহমানের ছেলে মো. ফারুক মিয়া (৩২) ও একই উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. ফরহাদ আলী (২৩)।
আরও পড়ুন: সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
শনিবার সকালে র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-৫১-৩০৬০) তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি সিমসহ চারটি মোবাইল জব্দ করা হয়।
আরও পড়ুন: র্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই: আটক ৩
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গত ১০ ডিসেম্বর ঢাকার সাভারে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
আটক রিয়াদ হোসেন মিঠু (৩২) সাভারের মৃত বারেকের ছেলে।
আরও পড়ুন: ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে র্যাবের ৩ মামলা
ওই দিন সন্ধ্যায় সাভার পৌর এলাকার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরদিন ১১ ডিসেম্বর র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে একটি কম্পিউটার, মোবাইল, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জাল সার্টিফিকেটসহ রিয়াদকে আটক করা হয়। সে দীর্ঘ দিন ধরে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয় করে আসছিল।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযান সমাপ্ত
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার।
আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।