মুন্সীগঞ্জের সিরাজদীখানে একই বাড়ি থেকে মা সালমা বেগমের ঝুলন্ত লাশসহ তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন- সৌদি প্রবাসী অলি মিয়ার স্ত্রী সালমা বেগম, তার মেয়ে সায়মুনা আক্তার ও ছেলে তাওহীদ। প্রায় ৭ বছর আগে সৌদি যাওয়ার সময় ঋণ করেন বিভিন্ন এনজিও থেকে।
আরও পড়ুন: শেবাচিমের কোয়ার্টার থেকে আইএইচটি ছাত্রীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী অলি মিয়া ঋণ করে সৌদীতে যান। সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে। সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সালমা বেগম প্রথমে বিষ খাইয়ে দুই সন্তানের মৃত্যু নিশ্চিত করে। পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের লাশ হস্তান্তর