চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন আহত হবার ঘটনা ঘটেছে।
থানার ফ্রিপোর্ট কলসী দিঘীর পাড় এলাকায় বৃহস্পতিবার ভোর পৌনে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. রায়েল (৩০), তার স্ত্রী নাজু (২৮), তাদের ছেলে জিহাদ (৬), মেয়ে লামিয়া (৩) ও রায়েলের ভাই শিপন (৩০)। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।
আরও পড়ুন: আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, ৪ ইউনিটে উৎপাদন বন্ধ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে বন্দর থানা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ভবনে বিস্ফোরণ: দগ্ধ ৫
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, রাতে ভর্তি হওয়া আগুনে দগ্ধ পাঁচ জনের মধ্যে শিশু দুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে অন্য তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারের ৪ জন দগ্ধ