সিলেটের জৈন্তাপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও দু’জন আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীখেল এলাকার পল্লী বিদ্যুৎ সমীতি-২ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মেহদী হাসান (২৫) উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের উৎলারপার গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
আহতরা হলেন, মোটরসাইকেলের দুই আরোহী নাঈম আহমদ (২৫) ও আল নোমান (২৬) তাদের বাড়ি উপজেলার উৎলারপার গ্রামে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, জৈন্তাপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যান দরবস্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন জনই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন।
আরও পড়ুন: পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ওসি জানান, এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।