সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে বদরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানাধীন ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউপিস্থ ভাটরাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বদরুল ইসলাম (২৮) কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
জানা গেছে, বদরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মো. লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।
এদিকে, কোরআন শরিফকে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ।
আরও পড়ুন: ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার