সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের প্রত্যাহারের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক ৫ ঘন্টা অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। পরে ওসি প্রত্যাহারের ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু করেন শ্রমিকরা। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে রাখেন। বিকাল ৩ টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
এ বিষয়ে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম বলেন, শ্রমিকদের বিষয়টি নিয়ে আমরা গোলাপগঞ্জ মডেল থানার (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ চন্দ্র দাশের সঙ্গে বৈঠক করেছি। তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন। ফলে শ্রমিকরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছে।
তিনিও ওসি মো. রফিকুল ইসলামের প্রত্যাহারের দাবি করেন।
গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জের বাঘার ইউনিয়নের তুরুগবাঘ গ্রামের বাছন আহমদ নামের এক ব্যক্তি আমাদের একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। সোমবার (২ অক্টোবর) আহত বাছন আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
তিনি আরও বলেন, বাছন আহমদের পরিবারের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হলে তারা মামলা করবেন না বলে জানান।
তারা বাছন আহমদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেন। একারণে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের সইয়ের প্রয়োজন হয়। কিন্তু তিনি নানা অজুহাতে দেরি করতে থাকেন।
লিলু মিয়া আরও বলেন, সোমবার ওসি সই দিতে পারবেন না বলে জানান। এর প্রতিবাদেই আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছিলাম।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাছন আহমদের ঘটনায় কোনো মামলা বা জিডি আছে কি না জানতে সিলেট কোতোয়ালি থানা থেকে আমাকে একটি মেইল পাঠানো হয়। আমি মেইলের উত্তরে গোলাপগঞ্জ মডেল থানায় কোনো মামলা বা জিডি হয়নি জানাই।
তিনি আরও বলেন, এরপর শ্রমিকরা একটি লিখিত সই নিতে চায়। আমি নিহতের পরিবারের অপেক্ষায় ছিলাম। তারা আসলেই সই দিতাম। কিন্তু শ্রমিকরা ভুল বুঝে সড়ক অবরোধ করে।
বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে বলেও তিনি জানান।
প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ থাকায় শত শত গাড়ি আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।