সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তেতলি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দের মেয়ে সম্য (৮) এবং প্রাইভেট কারের চালক একই এলাকার দীগেন্দ্র কুমার দে’র ছেলে বাবুল দে (৫০)।
এ দুর্ঘটনায় আহতেরা হলেন- নিহত শিশু সম্য’র বাবা সন্তোষ দে, তার স্ত্রী রিতা দে, মেয়ে বৃষ্টি ও মৌ দে।
জানা যায়, সন্তোষ দে তার পরিবার নিয়ে প্রাইভেটকারে করে সিলেটের মেজরটিলা এলাকায় একটি বিয়েতে আসছিলেন। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় আসার পর হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামক বাসের সাথে তাদের বহনকারী প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ৬ জন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সম্যকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেট কারের চালক বাবুল দে মারা যান। আহতেরা এখনও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, সন্তোষ দে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে সিলেটের মেজরটিলা এলাকায় একটি বিয়েতে আসছিলেন। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় আসার পর হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ৬ জন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সম্য নামের ওই শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় প্রাইভেট কারের চালক মারা যান।
আরও পড়ুন: সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, একটিতে আগুন লেগে হেলপারের মৃত্যু
সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩