সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ আহমদ (২৩) উপজেলার সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি পাতাবাহার কয়েল কোম্পানীতে এসআর হিসেবে কানাইঘাটে চাকুরী করতেন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
আহতরা হলেন- একই গ্রামের নুর আহমদ (২৩) ও বীরদল আগফৌদ গ্রামের সমছু উদ্দিনের ছেলে ফাহাদ আহমদ (২১)।
জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে রিয়াজ তার মোটরসাইকেলে করে বাড়ি থেকে কোম্পানির কাজের জন্য কানাইঘাট বাজারের উদ্দেশে রওনা দেন। এ সময় তার মোটরসাইকেলে আরও দু’জন ছিলেন। সকাল অনুমানিক সাড়ে ৮টার দিকে পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের রাস্তায় পৌঁছানোর পর তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। তারা তিনজন রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন।
আহত অপর দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রিয়াজের লাশ কানাইঘাট থানা হেফাজতে রয়েছে। তবে, ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করেছে নিহতের স্বজনরা।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে তিন আরোহী আহত হয়। ঘটনাস্থলেই চালকের আসনে থাকা রিয়াজের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে দাফন করতে চাচ্ছেন স্বজনরা।