মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট।
একই সময়ে বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৬৪ জনের দেহে। এনিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ২১০ জনের।
আরও পড়ুনঃ দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছে।
সিলেট বিভাগে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জন। যার ৫০১ জনই সিলেটের। আর সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ৫৩ জন। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় ৪৬ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জন। এর মধ্যে ২০৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়াও সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৩৪৩টি। শনাক্তের হার ৪২ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৪২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৭, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ২৮ জন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি থাকা ৩৯ জন করোনামুক্ত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৩ জন।
আরও পড়ুনঃ রাজশাহী হাসপাতালে করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু
আর করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন। তার মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ৮ জন, হবিগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।