ঢাকার সোনারগাঁয়ে বৃহস্পতিবার বিকালে অননুমোদিত ও ভেজাল ভেষজ ওষুধ তৈরির অপরাধে চার জনকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে র্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মনির হোসেন (২৯), মো. ফজল খান (৬৫), মো. নজরুল ইসলাম (৪৪) ও মো. ইয়াছিন (১৯)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল ভেষজ ওষুধ তৈরির অপরাধে চারজনকে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ সময় ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবটরেটি’ ফ্যাক্টরিতে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়। পরবর্তীতে ‘সেফটি হেলথ ইউনানী ল্যাবরেটারি’সিলগালা করে দেয়া হয়।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
অননুমোদিত ও ভেজাল ভেষজ ওষুধ উৎপাদন এবং বাজারজাত করণের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।