চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর অশ্লীল ছবিসহ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অপরাধে এক শিক্ষককে আটক করেছে র্যাব।
আটক আয়াতুল ইসলাম (৩৫) পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার মুসলিম ব্লক এলাকার মো. ফয়জুল হকের ছেলে।
শুক্রবার রাত ১০টার দিকে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঁঞা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নড়াইলে মানব পাচারের অভিযোগে ২ তরুণ আটক
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে তিনি জানান।
সহকারী পরিচালক (মিডিয়া) জানান, ২০১৮ সালে চট্টগ্রাম শহরের নিউরণ ইংলিশ স্কুলের সাবেক এক শিক্ষক ১২ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাথরুমের কিছু অশ্লীল ভিডিও ধারণ করে মেয়েটিকে দেখিয়েছিল। পরবর্তীতে ওই ছাত্রীর অশ্লীল ভিডিওটি তার বন্ধু বান্ধবীকে পাঠিয়ে দেয়া এবং ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে প্রায় তিন বছর মেয়েটিকে ব্ল্যাকমেইল করে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ইমু, ম্যাসেঞ্জার এবং হোয়াটসআ্যাপে তার অশ্লীল ছবি ওই শিক্ষকের কাছে পাঠাতে বাধ্য করে।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
তিনি জানান, প্রায় ৩ বছর উক্ত শিক্ষকের এমন ব্ল্যাকমেইলের শিকার হয়ে মেয়েটি (ছাত্রী) মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ে। ওই ছাত্রী আর উপায়ন্তু না দেখে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরবর্তীতে তার (ছাত্রী) পরিবারের সদস্যরা এ ঘটনাটি র্যাবকে অবহিত করে।
এর মধ্যে বৃহস্পতিবার রাতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌন নিপীড়নকারী শিক্ষক আয়াতুল ইসলামকে হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকা থেকে আটক করে।
এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষক আয়াতুল ইসলাম র্যাবের কাছে তিনি নাবালিকা ছাত্রী ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়নের কথা অকপটে স্বীকার করেছেন। এছাড়া যৌন নিপীড়নকারী শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবি উদ্ধার করা হয়। পাশাপাশি আটক শিক্ষকের ফেসবুকে ও ম্যাসেঞ্জারে ভুক্তভোগী ছাত্রীর কুরুচিপূর্ণ অনেক অশ্লীল ছবির সত্যতা মেলে। ফলে শিক্ষকের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী আটক
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, আটক শিক্ষকের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে শনিবার আদালতে তোলা হবে।