হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
সোমবার (৫ আগস্ট) স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে নিহত ১০
স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীসহ জনগণ স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়।
পরে মিছিল নিয়ে বানিয়াচং থানার কাছে এলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হয়। নিহতের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল হক গুলিবিদ্ধ হয়ে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এদের দুইজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্য এবং অপরজন মধ্য বয়সি।
আরও পড়ুন: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে হামলা, জেলা আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ