গত দুই দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙনে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ফলে খোয়াই নদীর উৎসস্থলে ব্যারেজের ৭টি গেইট খুলে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে।’
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে: এফএফডব্লিউসি
এছাড়া বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় নদীর পানি মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯০ ও বাল্লা পয়েন্টে ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী।
তিনি আরও বলেন, ‘হবিগঞ্জের জালালাবাদে পুরোনো ভাঙন দিয়ে প্রবলবেগে নদীর পানি বের হয়ে যাওয়ায় হবিগঞ্জ শহর রক্ষা বাধ ভাঙন থেকে রক্ষা পেয়েছে।’
এছাড়া শামীম হাসনাইন আশা করছেন যে, উজানে বৃষ্টিপাত বন্ধ হলে নদীর পানি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
আরও পড়ুন: কুমিল্লায় বন্যার আশঙ্কা, ফেনী-চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: এফএফডব্লিউসি