চাচাতো বোনকে ধর্ষণের দায়ে শাহিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ ডিসেম্বর) হবিগঞ্জের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ রায় দেন। মামলার বাদী ইতোমধ্যে মারা গেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৬ সালের ১ জুলাই জেলার চুনারুঘাট উপজেলার ভুক্তভোগীকে বসত ঘরে ধর্ষণ করে তার আপন চাচাতো ভাই শাহীন মিয়া। ঘটনাটি জানাজানি হয়ে গেলে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা হলেও শাহীনের মা সম্মতি দেননি।
এক পর্যায়ে ছেলে সন্তান জন্মের পর এক্লাম্পসিয়ায় আক্রান্ত হয়ে ভুক্তভোগী মারা যান। এর আগেই ভুক্তভোগী বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন। শাহিন ওই শিশুর বাবা অস্বীকার করে আদালতে ডিএনএ পরীক্ষার দাবি করেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হলে রিপোর্টে শিশুর বাবা শাহীন বলে প্রমাণিত হয়।
আরও পড়ুন: স্কুলছাত্রী ধর্ষণ: যুবকের যাবজ্জীবন, সহযোগীর ১৪ বছরের সাজা
মঙ্গলবার রায়ে আসামি শাহীনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আদেশে আরও বলা হয় শিশু শাহানূর তুহিনের ভরণপোষণের ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। ভরণপোষণের জন্য প্রয়োজনীয় অর্থ সরকার দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে আদায় করতে পারবে। এছাড়া শিশুটির বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মায়ের আত্মীয় স্বজনের কাছে প্রতিপালিত হবে।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন চৌধুরী আশরাফুল বারী নোমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পি পি আবুল হাসেম মোল্লা।
আরও পড়ুন: মা-মেয়েকে ধর্ষণ: গাইবান্ধায় ৩ জিনের বাদশার যাবজ্জীবন