চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ পৌরসভার বদরপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর ওসমান গণি (১৬) ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। আহতরা হলো-হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের জহির হোসেনের ছেলে আরিফ হোসেন (১৭) ও একই গ্রামের শাহআলমের ছেলে রনি (১৭)।
আহতদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ইউএনবি কে জানান, মোটরসাইকেলে তিন বন্ধু একসঙ্গে হাজীগঞ্জ বাজারে আসছিল। এসময় মোটরসাইকেলটি সড়কের মোড় ঘুরতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন জনই গুরুতর আহত হন।
আরও পড়ুন: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমান গণিকে মৃত ঘোষণা করেন এবং আহত দুই কিশোরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালের প্রধান চিকিৎসক (উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার) ডা. শোয়েব আহমদ চিশতী এ সংবাদ নিশ্চিত করেন।
লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২