ক্যাম্পাসে আধিপত্যের জের ধরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।
শনিবার (১৭ জুন) রাত ১২ পর্যন্ত দফায় দফায় ৪ ঘন্টা ধরে ওই সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ছাত্রলীগের দুই পক্ষের কর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মেডিকেল কলেজসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
জানা গেছে,বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সিট বরাদ্ধসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার কর্তৃত্ব নিতে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে একক আধিপত্য বিস্তারের চেষ্টায় জড়িয়ে রয়েছে ধারাবাহিকভাবে ছাত্রলীগের দুইটি গ্রুপ।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান,বিশ্ববিদ্যালয়ে সিট বাণিজ্য আধিপত্য বিস্তারে চেষ্টায় দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের রিয়াদ-সজল গ্রুপের সঙ্গে আলমগীর হোসেন আকাশ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে
কোন্দল রয়েছে। এরই জের ধরে শনিবার বিকালে ছাত্রলীগ নেতা আকাশের সঙ্গে রিয়াদ ও সজলের বাকবিতণ্ডা ঘটে। একা পেয়ে আকাশকে ক্যাম্পাস থেকে তারা বের করে দেন। পরে আকাশের সমর্থকরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। দফায় দফায় রাত ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষে জিয়া হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
অন্য সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালে শেখ রাসেল হলে শেখ রাসেল কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে সামনের আসনে ছিলেন ছাত্রলীগের একাংশের নেতা আলমগীর হোসেন আকাশসহ তার অনুসারীরা। আকাশ ওই হলের নুর হোসেন অংশের আবাসিক ছাত্র।
অনুষ্ঠানস্থলে উপস্থিত হন অপর অংশের নেতা শেখ রাসেল এক্সটেনশন হলের আবাসিক ছাত্র রিয়াদ খান এবং সফিকুল ইসলাম সজলসহ তাদের অনুসারীরা। এসময় উভয়ের মধ্যে কথাকাটিকাটির মত ঘটনা ঘটে। এ নিয়ে পরদিন রিয়াদ ও সজলদের গালিগালাজ করে ফেসবুক স্ট্যাটাস দেন শোয়াইব নামে আকাশের অনুসারী। ফেসবুকের ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা থেকে সংঘাতের সূত্রপাত ঘটে দুই গ্রুপের মধ্যে।
কোতোয়ালি থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, ফেসবুকের স্ট্যাটাস নিয়ে দুই গ্রুপের মধে সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চাঁদপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের ২ মামলা