চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার চারিয়া বোর্ড স্কুল, নজুমিয়া হাট এবং পৌর এলাকায় সংগঠিত তিনটি সড়ক দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- মেখল ইউনিয়নের রুহুল্লাপুর হাদী চান্দের বাড়ির প্রবাসী হাবিবুল্লাহ’র স্ত্রী ঝিনু আক্তার (২৭) এবং আসিফ (২২)।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলো- নিহত গৃহবধূর সন্তান তাসনিয়া (৩) ও মহিদ (৮) এবং মোটরসাইকেল আরোহী সাইফুল আমিন (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে হাটহাজারী নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে গৃহবধূ ঝিনুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই শিশুসন্তান ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
জানা গেছে, বিকেল সাড়ে ৫ টার সময় নিহত গৃহবধূ তার সন্তানদের নিয়ে চারিয়া এলাকা থেকে অটোরিকশা যোগে হাটহাজারীর দিকে আসছিল। রিকশা বোর্ডস্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
স্থানীয়রা ঝিনু আকতারসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় নিহত গৃহবধূর সন্তান তাসনিয়া ও মহিদ এবং মোটরসাইকেল আরোহী সাইফুল আমিন আহত হয়েছে।
এদিকে সন্ধ্যায় হাটহাজারী রাউজান মহাসড়কের নাপিত ঘাটা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. হিমু মজুমদার মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
এছাড়া হাটহাজারীর নজুমিয়াহাট (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে সাতটায় উপজেলার নজুমিয়াহাটে একটি দাঁড়ানো কার্ভাডভ্যানকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আসিফ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলাউদ্দীন জানান, সকালে হাটহাজারী থেকে দুর্ঘটনায় আহত অবস্থায় ছয় জনকে চমেকে আনা হয়েছে। তার মধ্যে আসিফ নামে এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩