কক্সবাজারের টেকনাফে এক যুবককে আটক করা হয়েছে। উপজেলার মিঠাপানিছড়া নামক গ্রামের একটি বাড়ি থেকে আটকের সময় তার কাছ থেকে দশ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মো. মুজিব (২০) ওই গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।
বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় বাউল শিল্পীকে মাথা ন্যাড়া, স্কুল শিক্ষকসহ আটক ৩
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ব্যাটালিয়ন সদর থেকে ৫০০ মিটার উত্তরে মিঠাপানিছড়া নামক স্থানে একটি বাড়িতে ক্রিস্টাল মেথ বা আইস রয়েছে। এরপর বুধবার দুপুর ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দ্রুত ওই বাড়িতে তল্লাশি চালায়। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তি বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহল দল কয়েকটি দলে বিভক্ত হয়ে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করে। তার স্বীকারোক্তিতে ওই বাড়ির ফলস সিলিংয়ের ওপরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় দশ কোটি টাকা মূল্যমানের দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল ও হেরোইন জব্দ, আটক ১
জব্দ করা ক্রিস্টাল মেথ বা আইসসহ আটক ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত অবৈধ ও অত্যন্ত ক্ষতিকারক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইসের এটিই সর্বোচ্চ পরিমাণ জব্দের ঘটনা।