চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে আসামি মো. হারুন বৈদ্যকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনজনকে সশ্রম কারাদণ্ড দেন আদালত।
বুধবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জানুয়ারি জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর ছুনিমিঝির বাড়ির মো. হারুন কবিরাজের কাছে এক ব্যক্তি পানির মোটর চুরির বিষয়ে আয়না পড়ার জন্য গেলে হারুণ বলে আয়না পড়া দিতে হলে একজন কুমারী লাগবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পরের দিন, লোকটি তার ১২ বছর বয়সী নাতনিকে কবিরাজের কাছে নিয়ে গেলে তাকে তাবিজ দেয়া হয় এবং পরে কৌশলে কিশোরীকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর চিৎকার শুনে তার দাদা মেয়েটিকে উদ্ধার করে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
ওই বছরের ২৪ জানুয়ারি জোরারগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বলেন, আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ আদেশ দেন। জরিমানার টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে বলেছে আদালত।
আরও পড়ুন: খুলনায় ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে