নড়াইলে একটি বাড়িতে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে দাবি পুলিশের।
শুক্রবার দিবাগত রাতে কমলাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তাররা হলেন, নড়াগাতি থানার মুরাদ মোল্যা, কয়রা থানার চরমুখা গ্রামের আব্দুর রউফ, ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মো. সবুজ, খুলনার খালিশপুরের মো. শুভ ও বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মো. আবু সাঈদ মোল্যা।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে আউড়িয়া ইউনিয়নের কমলাপুর কুন্ডুপাড়ায় শ্যামা কুন্ডুর বাড়িতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালাত। এদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে।’