নাসাউ কাউন্টির পিচে এবার খাবি খাচ্ছে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররাও। শুরুতে ডাচ ব্যাটারদের নাকানি-চুবানি খাওয়নো পর এবার তারা নিজেরাই ডুবতে বসেছেন।
নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই চার উইকেট খুইয়েছে প্রোটিয়ারা।
দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার রিজা হেনড্রিকসকে বোল্ড করে দেন লোগান ভ্যান বিক।
দুই ওভারে দুই উইকেট হারানোর পর তৃতীয় ওভারেও অব্যাহত থাকে সেই ধারা। ওভারের তৃতীয় বলে কিংমার বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ডাচ অধিনায়ক এডওয়ার্ডসের হাতে ক্যাচ হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।
আরও পড়ুন: প্রোটিয়া বোলিংয়ের সামনে ডাচদের অসহায় আত্মসমর্পণ
পরের ওভারটি উইকেটবিহীন গেলেও পঞ্চম ওভারে ক্লাসেনকে ফেরান কিংমা। ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে প্রিঙ্গলের তালুবন্দি হয়ে যান তিনি। ক্লাসেন সাজঘরে ফিরলে ১২ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তিন ওভার বোলিং করে একটি মেইডেনসহ ৭ রান খরচায় দুই উইকেট নিয়ে ত্রাস ছড়িয়েছেন ভিভিয়ান কিংমা।
এখন ১০৪ রানের লক্ষ্যটিই বহদূরের আলোর মতো টিমটিম করে জ্বলছে প্রোটিয়াদের সামনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে চার উইকেটে ২২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্টাবস ১৬ বলে ৭ এবং ডেভিড মিলার ১২ বল মোকাবিলা করে ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
ম্যাচটি জিততে এই দুই ব্যাটারের পথ দেখানো ছাড়া গতি নেই।
আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেও আগে ফিল্ডিংয়ে প্রোটিয়ারা