শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জেগেছিল জয়ের আশা। তবে অল্পের জন্য ম্যাচটি হাত ফসকে বেরিয়ে যায়। অন্যদিকে, বৃষ্টিতে শ্রীলঙ্কার শেষ আটে ওঠার আশা প্রায় ভেসে যাওয়ায় বাংলাদেশের সুপার এইটে ওঠার সম্ভাবনা বেড়েছে।
এবার টাইগারদের সামনে নেদারল্যান্ডস। এই ম্যাচটি জিতলে সুপার এইটের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে, নেদারল্যান্ডসের সামনেও একই সমীকরণ।
এমন পরিস্থিতিতে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কিংসটাউনের আরনোস ভেল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
আরও পড়ুন: প্রোটিয়া বোলিংয়ের সামনে ডাচদের অসহায় আত্মসমর্পণ
ম্যাচের আগে খানিক বৃষ্টি হওয়ায় টস হতে আধঘণ্টা দেরি হয়ে যায়। তবে ভালো খবর এই যে, বৃষ্টি চলে গিয়ে তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
নতুন মাঠ, আগে খেলার অভিজ্ঞতা নেই বলে সতর্কতামূলকভাবে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্কট এডওয়ার্ডস। দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে তার দল। তেজা নিদামানুরুর পরিবর্তে আরিয়ান দত্তকে একাদশে রেখেছে নেদারল্যান্ডস।
অপরদিকে, আগে ব্যাটিং করতে সমস্যা নেই বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সাবধানী ব্যাটিংয়ের কথা শুনিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানো একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামছেন শান্ত।
আরও পড়ুন: প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বকাপে সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশের
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এর আগে মোট সাত ম্যাচে ডাচদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে জয় পায় বাংলাদেশ এবং ডাচরা জেতে তিনটি ম্যাচ।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে কলকাতার ইডেন গার্ডেন্সে হারে বাংলাদেশ। তার আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি টাইগাররা জেতে ৯ রানে। তারও আগের ম্যাচটি ছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবারও জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচটি ৮ রানে জিতে নেয় টাইগাররা।
টাইগার একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ডাচ একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, লোগান ভ্যান বিক, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন, ভিভিয়ান কিংমা।