চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। শনিবার (২৩ এপ্রিল) এ জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে অতিষ্ঠ জেলার মানুষসহ প্রাণীকুল। গরমের কারণে বিভিন্ন স্থানে গাছের ছায়ায় অনেককেই বসে বিশ্রাম নিতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, এ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। স্বস্তিতে নেই পশু-পাখিও। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় মানুষ মাত্রাতিরিক্ত ঘামছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ সামাদুল হক জানান, জেলার ওপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটাই জেলার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
আরও পড়ুন: দেশের উত্তরাঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে