শুক্রবার বিকালে রাজধানীতে বয়ে যাওয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝড় ঈদের ক্রেতারা চরম দুর্ভোগে পড়ে।
আবহাওয়া অফিস বিকাল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ৩৩ দশমিক ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এসময় রাজধানীতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।
সকাল থেকে বৃষ্টি নগরবাসীর জন্য গরম থেকে স্বস্তি আনলেও ছুটির দিন বিকালে ঈদের কেনাকাটা করতে বের হওয়া নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয় রাজধানীর রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ঢাকার দিকে বিশাল মেঘ ধেয়ে আসছে।
তিনি আরও বলেন, মেঘ শহরের আকাশ থেকে সরে গেলে আর বৃষ্টির সম্ভাবনা থাকে না।
আরও পড়ুন: ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা