চট্টগ্রামের বোয়ালখালীর ছন্দারিয়া খালে ভাসছে একটি মৃত ডলফিন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া খালের ১৩ নং রেলওয়ে ব্রিজ এলাকায় মরা ডলফিনটি ভাসতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মো. ইউছুফ বলেন, সকাল থেকে ডলফিনটি খালে ভাসছে। প্রায় ৭ ফিট দৈর্ঘ্যের ডলফিনটি আঘাতের কারণে মারা গেছে বলে ধারণা করছি। নিরাপদ আশ্রয়ের খোঁজে হয়তো কর্ণফুলী নদী থেকে ডলফিনটি ছন্দারিয়া খালে এসেছিল।
আরও পড়ুন: হালদায় ভেসে উঠল মৃত ডলফিন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, খালে একটি ডলফিনের মরদেহ পড়ে আছে দুপুরের দিকে এমন সংবাদ পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কীভাবে ডলফিনটি মারা গেছে, বলতে পারছি না। ডলফিনটির পোস্টমর্টেম করা হবে। এরপরই মৃত্যুর কারণ জানা যাবে।
পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
সিআরবির পরিবেশ ক্ষতি করে হাসপাতাল নির্মাণের চেষ্টা: ৮ সংস্থাকে আইনি নোটিশ
এর আগে, গত ৬ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানার চানখালী এলাকায় হালদা নদীতে মরে ভেসে উঠেছিল বিপন্ন প্রজাতির একটি ডলফিন।