'অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, 'অলিম্পিক লরেল পেয়ে আমি সম্মানিত ও অভিভূত এবং আমি দুঃখিত কারণ আমি এই অনুষ্ঠানে থাকতে পারিনি।'
শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ড. ইউনূস এই অ্যাওয়ার্ড পেলেন। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের ৯৬ তম জন্মবার্ষিকী আজ
শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তিতে অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(আইওসি)।
শুক্রবার এক ফেসবুক পোস্টে ড. ইউনূস বলেন, আইওসি খেলাধুলার সামাজিক দিকটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। খেলাধুলার মাধ্যমে পৃথিবীকে আরও শান্তিময় করে তোলার জন্য আইওসির প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। এছাড়াও তিনি ক্রিড়াবিদদের জন্য শুভকামনা জানান।
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠার জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস সম্মাননা গ্রহণ বক্তব্যে বলেন, 'আমি এই আয়োজনের জন্য শুভ কামনা জানাচ্ছি, এই সম্মাননার জন্য ধন্যবাদ। এটা আমার জন্য খুবই বিশেষ কিছু, ধন্যবাদ।'
আরও পড়ুন: লকডাউনেও আন্তর্জাতিক যাত্রীদের জন্য চলবে অভ্যন্তরীণ ফ্লাইট
এর আগে রিও ডি জেনেরিওতে ২০১৬ সালে অলিম্পিক লরেল পদকটি দেয়া হয়েছিল কেনিয়ার সাবেক অলিম্পিয়ান ও সমাজ পরিবর্তনকারী কিপ কেইনোকে। এ বছরই এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হয়।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মোট আক্রান্ত প্রায় ১৯ কোটি ২৫ লাখ