অপহরণেরর এক মাস পর অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব-২।
শনিবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মো. আবুল কালাম (৩০) কুমিল্লা জেলার মো. আ. বারেকের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ
র্যাবের তথ্য অনুযায়ী, গত ১৬ মে অনুমানিক রাত সাড়ে ৯টার দিকে মো. আল আমিনের নাবালিকা মেয়ে মীম আক্তার (১২) বাসার সামনের খেলতে যায় এবং দীর্ঘ সময় পার হয়ে গেলেও, আর বাসায় ফিরে আসেনি।
পরে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন মো. আবুল কালামসহ দুজন মিলে তার নাবালিকা মেয়েকে অপহরণ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে অপহৃতের বাবা-মা মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এই ঘটনায় র্যাব-২ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো. আবুল কালামকে গ্রেপ্তার করে।
পরে তার দেয়া তথ্যর ভিত্তিতে, ওইদিন রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে শিশু মীম আক্তারকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবেদ জানা যায় যে, সে ও তার ভাই যোগসাজশে ভিকটিমকে অপহরণ করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ছাদে ফুলের টবে গাঁজা চাষ: ১৯০টি চারাসহ আটক ১