প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। এছাড়া বাংলাদেশে এখন এমন কোনো শক্তি নেই যে তারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারবে।
তিনি বলেন, আওয়ামী লীগের শিকড় জনগণের গভীরে।
সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর এপ্রিলে হতে পারে
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে পতন করতে পারে এমন কোনো শক্তি এখনও আবির্ভূত হয়নি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার দল কোনো ক্ষমতা দখলকারী ও সামরিক স্বৈরশাসকের পকেট থেকে জন্ম নেয়নি, বরং এদেশের মাটি থেকে জন্ম হয়েছে। সুতরাং আমাদের শিকড় মাটির গভীরে চলে গেছে।
তিনি বলেন, আইয়ুব খান, ইয়াহিয়া খান, জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ ও খালেদা জিয়ার মতো স্বৈরাচারীরা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এ ধরনের কোনো শক্তি আ.লীগের সঙ্গে আর কখনোই করতে পারবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, এর অর্থ সরকার জনগণের সেবা করে এবং জনগণের ভাগ্য পরিবর্তন করে।
এছাড়া ১৪ বছর আগে তার দল ক্ষমতায় আসার আগে বাংলাদেশের অবস্থা কী ছিল তা সবাইকে মনে রাখতে বলেন তিনি।
আরও পড়ুন: ফের ক্ষমতায় এলে ২০৪১ সালের মধ্যে 'স্মার্ট বাংলাদেশ': প্রধানমন্ত্রী
আগামী নির্বাচনে আ.লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী