প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।
প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবনে বুধবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের উপ-প্রধানমন্ত্রী চেন ঝো এর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
আরও পড়ুন: দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি বলেন, এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য পরবর্তী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখব এবং জনগণের সেবা করব।
শেখ হাসিনা আরও বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক পরিবর্তন হয়েছে এবং মানুষ এর সুফল ভোগ করছে।
এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সংঘাত চায় না এবং এই যুদ্ধ বন্ধ করতে হবে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য ব্রিফ করেন।
আরও পড়ুন: সরকার উৎখাতে বিএনপির সঙ্গে ডান-বামরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামী নির্বাচনকে সামনে রেখে নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক থাকুন: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা