স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার আগামী মার্চের মধ্যে ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার জন্য দেশব্যাপী টিকা অভিযান শুরু করেছে।
তিনি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলায় জেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন।
আরও পড়ুন: ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
মন্ত্রী বলেন,‘দেশব্যাপী অভিযান চলছে বলে এখন পর্যন্ত ৫ কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে এবং আগামী মার্চের মধ্যে ৭০-৮০ শতাংশকে দেয়া হবে। আমরা ইতোমধ্যেই প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছি।’
জাহিদ মালেক শিগগিরই ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা কর্মসূচির আওতায় আনার একটি কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তিনি স্বাস্থ্যবিধি বজায় রেখে উৎসব উদযাপন করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: টিকা উৎপাদনে প্রযুক্তি ভাগ করে নেয়ার আহ্বান বাংলাদেশের