বাংলাদেশে জনগণের অংশগ্রহণে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি বলেন, ‘নির্বাচনে কে জিতবে তা নিয়ে যুক্তরাষ্ট্র কোনো চিন্তা করে না। আমরা শুধু এমন একটি নির্বাচন চাই যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারে।’
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
আরও পড়ুন: বাংলাদেশে গতবারের চেয়ে ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান
তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সমগ্র বাংলাদেশি সমাজের কাজ এবং এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাজ নয়।