সিলেটের দক্ষিণ সুরমায় ইউপি নির্বাচনে সহিংসতায় আহত যুবক মারুফ আহমদের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
জানা যায়, ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে গত ৩১ জানুয়ারি দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় কামালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় মারুফ আহমদ নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে ৪দিন চিকিৎসাধীন থাকার পরে শনিবার তিনি মারা গেছেন।
আরও পড়ুন: সিলেটে পিকআপ ভ্যান খাদে: নির্মাণ শ্রমিক নিহত
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি মো. ছোয়াব আলী বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। সেই মামলায় এ পর্যন্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাফেজ আকবর আলীর ছেলে সুফি আহমদ (২৬), তার ভাই মাহমুদুল হাসান রাজু (৩০) ও মো. মাহমদ আলীর ছেলে ফয়জুল হক (২৮)।
আরও পড়ুন: সিলেটে ২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে