কক্সবাজারের টেকনাফে বৃহস্পতিবার পৃথক অভিযানে এক কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (আইস), ১৪৩ বোতল মদ ও ৫০ কেজি সুতোর জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টহলরত বিজিবি-২ এর একটি দল বুধবার দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে জালিয়ার দ্বীপে আসা দুই চোরাকারবারিকে বাংলাদেশে আসতে দেখে। টহলদল ওই চোরাকারবারিদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। বিপদ টের পেয়ে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে তাৎক্ষণিক পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে নৌকা থেকে পাঁচ কোটি ২৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫০ কেজি জাল জব্দ করে বিজিবি সদস্যরা।
অন্যদিকে কারিঙ্গাঘোনায় পৃথক অভিযানে বৃহস্পতিবার ভোররাতে বিজিবি-টেকনাফ ব্যাটালিয়নের একটি দল ৬-৭ জন চোরাকারবারিকে বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে নিকটবর্তী একটি গ্রামে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা বস্তা থেকে দুই লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৪৩ বোতল বিষাক্ত মদ জব্দ করে। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।