করোনা পজিটিভ রোগীদের সেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত ডা. এফতেখাইরুল ইসলামের চিকিৎসায় ৫ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডা. এফতেখাইরুল ইসলামের স্ত্রী ডা. মাহমুদা আক্তারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান (সুমন)।
আরও পড়ুন: করোনার দুর্দিনে জনগণের পাশেই আছেন প্রধানমন্ত্রী
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম, উপাধ্যক্ষ ডা. মো. শাহাদাত হোসেন, পরিচালক ডা. মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনায় ক্ষতিগ্রস্ত এবং গৃহহীনদের জন্য ১০ কোটি টাকার অনুদান প্রধানমন্ত্রীর
৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. এফতেখাইরুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সরাসরি চিকিৎসা দিয়ে আসছিলেন।
আরও পড়ুন: বিশ্বব্যাপী কোভিড সঙ্কট: দ্রুত পুনরুদ্ধারে ইএসসিএপি-কে ব্যবস্থা গ্রহণের পরামর্শ শেখ হাসিনার
করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে গত ৭ এপ্রিল থেকে ডা. এফতেখাইরুল (Covid-19 Associated Acute Demyelinating Haemorrhagic Leukoencephalomyelitis) রোগে ভুগছেন। ১২ এপ্রিল থেকে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অবস্থা শংকটাপন্ন।