করোনা পজিটিভ
সিলেটে একদিনে সর্বোচ্চ ২৩৪ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ ২৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন ও করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। তবে, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
সোমবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. নুরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নুরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মোট ৭৬১টি নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৭৪ ভাগ।
আরও পড়ুনঃ করোনায় খুলনাতে আরও ১১ জনের মৃত্যু
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনা শনাক্ত ২৩৪ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪২ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজার ৪৭ জন। এছাড়া, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ২৫ জন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনেরও পজিটিভ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ কুষ্টিয়া হাসপাতালে করোনায় ৯ মৃত্যু, বাড়ছে রোগী
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৩ জন ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: রামেকে করোনায় আরও ১৪ মৃত্যু
এ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬২ জন। এর মধ্যে সিলেটে ১৬ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৫২ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৬৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। তার মধ্যে সিলেট জেলার ৭২, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২৮ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮১৭ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬০৭ জন।
সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো। একই সময়ে সুস্থ ৮২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ২৭৩ জন।
৩ বছর আগে
খুলনা বিদ্যুৎকেন্দ্রে ৬৬ চীনা নাগরিক করোনায় আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী
খুলনা বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে নির্মিতব্য ৩৩০ মেগাওয়াট কেন্দ্রে কর্মরত ৮৫ জন চীনের নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে পরীক্ষা নিরীক্ষায় ১৯ জন করোনা নেগেটিভ হয়েছেন। কিন্তু অবশিষ্ট ৬৬ জন এখনও করোনা পজিটিভ রয়েছেন।
৩ বছর আগে
বুড়িমারী স্থলবন্দরে ভারত ফেরত ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ
ভারতে থেকে বুড়িমারী স্থলবন্দ দিয়ে আসা বাংলাদেশি তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ ফলাফল এসেছে।
ওই তিন শিক্ষার্থী বুড়িমারী স্থলবন্দরে প্রতিষ্ঠানিক আবাসিক হোটেল সাম টাইমে কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা প্রসাশন তাদের নজরদারিতে রেখেছেন।
রবিবার (১৬ মে) সন্ধ্যায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, তিন শিক্ষার্থীর করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হবে।
আরও পড়ুন: ঢাকায় ১৪ দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
এদিকে রবিবার দুপর ২টায় ভারত থেকে এক বাংলাদেশি বুড়িমারী স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশি ৫ সদস্যর একটি পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ভারতের চ্যাংরাবান্ধা থেকে ফেরত গেছেন বলে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এ সময় ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করা শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা আটকে যান ভারতে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়ারেন্টাইনে থাকাসহ নানা শর্তে তারা দেশে প্রবেশের অনুমতি পান।
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ২৬ এপ্রিল থেকে ভারতের বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে রবিবার বিকাল ৫টা পর্যন্ত দেশটিতে আটকে পড়া শিক্ষার্থীসহ ২০২ জন দেশে ফিরেছেন। বুড়িমারী স্থলবন্দরে বর্তমানে পাচঁটি আবাসিক হোটেলে ৮৩ জন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। ১০১ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবাইকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সময়ে ভারতে ফিরে গেছেন ১০৬ জন।
এদিকে দুই ধাপে ৩৫ জনের করোনা নেগেটিভ আসায় উপজেলা প্রসাশন তাদের ছাড়পত্র দিয়ে ছেড়ে দিয়েছে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসা তিন শিক্ষার্থীর শরীরে করোনা পজিটিভ ফল এসেছে, তারা বর্তমানে সুস্থ রয়েছেন।’
তিনি বলেন, ‘তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠাব। বর্তমানে তিন শিক্ষার্থী আমাদের নজরে আছেন।’
৩ বছর আগে
করোনা: কুমিল্লায় আরও ৯ জন শনাক্ত
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৯ জন।এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা ২ জনই পুরুষ।
বৃহস্পতিবার কুমিল্লার সিভিল সার্জন ডা. মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছুঁইছুঁই
তিনি বলেন, কুমিল্লায় করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা পজিটিভ ২জন পুরুষের মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে ৬০ ও ৮০ বছর। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু ৪০৯ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১১৪০
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তের সংখ্যা ৯ জন। জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্য ১২ হাজার ৪১৭ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯২ জন।
আরও পড়ুন: অক্সিজেন সরবরাহে বিঘ্ন: ভারতে ১১ করোনা রোগীর মৃত্যু
৩ বছর আগে
কুমিল্লায় করোনায় আরও ৪ জনের মৃত্যু
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জন। আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪১ জন।
শুক্রবার কুমিল্লার সিভিল সার্জন ডা. মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: স্বাস্থ্যবিধি পালনে উদাসীন হলে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা মন্ত্রীর
কুমিল্লায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন আর মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৩১ জন।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে
কুমিল্লায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা পজিটিভ ৪ জনের মৃত্যু হয়েছে, এদের ২ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের বয়স ৬৫ থেকে ৭০ বছর। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: করোনার দুর্দিনে জনগণের পাশেই আছেন প্রধানমন্ত্রী
৩ বছর আগে
করোনা যোদ্ধা ডা. এফতেখাইরুলের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
করোনা পজিটিভ রোগীদের সেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত ডা. এফতেখাইরুল ইসলামের চিকিৎসায় ৫ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডা. এফতেখাইরুল ইসলামের স্ত্রী ডা. মাহমুদা আক্তারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান (সুমন)।
আরও পড়ুন: করোনার দুর্দিনে জনগণের পাশেই আছেন প্রধানমন্ত্রী
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম, উপাধ্যক্ষ ডা. মো. শাহাদাত হোসেন, পরিচালক ডা. মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনায় ক্ষতিগ্রস্ত এবং গৃহহীনদের জন্য ১০ কোটি টাকার অনুদান প্রধানমন্ত্রীর
৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. এফতেখাইরুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সরাসরি চিকিৎসা দিয়ে আসছিলেন।
আরও পড়ুন: বিশ্বব্যাপী কোভিড সঙ্কট: দ্রুত পুনরুদ্ধারে ইএসসিএপি-কে ব্যবস্থা গ্রহণের পরামর্শ শেখ হাসিনার
করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে গত ৭ এপ্রিল থেকে ডা. এফতেখাইরুল (Covid-19 Associated Acute Demyelinating Haemorrhagic Leukoencephalomyelitis) রোগে ভুগছেন। ১২ এপ্রিল থেকে তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অবস্থা শংকটাপন্ন।
৩ বছর আগে
কুমিল্লায় আরও ৭৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার বিকালে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৭৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৩ জন, আদর্শ সদরে সাতজন সদর দক্ষিণ উপজেলায় ১ জন, বুড়িচং উপজেলায় ২ জন, ব্রাহ্মণপাড়ার ১ জন, চান্দিনার ৪ জন, চৌদ্দগ্রামের ৩ জন, লাকসামের ৪ জন, বরুড়ার ৮ জন, দাউদকান্দির ২ জন, হোমনার ১ জন, লালমাই ১ জন ও মুরাদনগর উপজেলার ১ জন রয়েছেন।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন পুরুষ করোনায় মারা গেছেন। নিহতরা চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। উভয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪৬ জন।
৩ বছর আগে
করোনা একবার হলে, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুবই কম: গবেষণা
কেউ করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে ভবিষ্যতে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে সুরক্ষা পাওয়া যায় বলে দুটি নতুন গবেষণায় উঠে এসেছে।
৩ বছর আগে
কুষ্টিয়ায় নমুনা না দিয়েই করোনা পজেটিভ!
করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা না দিয়েও কুষ্টিয়ায় গোলাম রসুল (৬২) নামে এক ব্যক্তির করোনা ‘পজিটিভ’ ফলাফল এসেছে।
৪ বছর আগে
করোনা পজিটিভ জেনে বাড়ি ছেড়ে পালিয়েছেন বিদ্যুৎকর্মী
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনা পজিটিভ হওয়ার সংবাদ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন এক বিদ্যুৎকর্মী।
৪ বছর আগে