সেই সাথে তাদের গ্রামীণ এলাকায় একসাথে ব্যাপক প্রচারণা চালতে বলা হয়েছে বলে মন্ত্রিসভার বৈঠক শেষে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ সাপ্তাহিক বৈঠক হয় তার সরকারি বাসভবন গণভবনে। তবে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন সচিবালয়ে।
আনোয়ারুল ইসলাম বলেন, দেশের কিছু অংশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় এখন জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। ‘তাই, মন্ত্রিসভা জনগণকে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন মেনে চলতে পুনরায় আহ্বান জানিয়েছে। তা না হলে একে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’
তিনি বলেন, নামাজের জন্য দূরের কোনো মুসিল্লির মসজিদে যাওয়া উচিত হবে না। ‘ইমাম ও মোয়াজ্জিনের পাশাপাশি কাছের কয়েকজন মসজিদে যেতে পারেন।’
তৈরি পোশাক কারখানা নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেয়া হবে।