করোনাভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে দূতাবাসগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
এ বিষয়ে তিনি বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রী পত্রে উল্লেখ করেন যে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মী ও ডায়াস্পোরার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে।
তিনি জানান, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে চাহিদা অনুযায়ী সেখানকার বাংলাদেশি কর্মীদের জরুরি প্রয়োজন মেটাবার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাঠানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
ইমরান আহমদ বর্তমান সময় এবং করোনাভাইরাস পরবর্তী সময়ে বাংলাদেশি কর্মীদের জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে সুপারিশমালা দিতে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের অনুরোধ জানান।