দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু আরও কমেছে, তবে শনাক্ত বেড়েছে বলে মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় আরও ৬১ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৭০৫ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনে পৌঁছেছে।
এর আগে সোমবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৬৫ জন মারা গেছেন এবং ১ হাজার ৭৩৯ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৭১ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। মোট সুস্থ ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ। মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মঙ্গলবার বলেছেন, ঈদুল ফিতরের আগেই ভ্যাকসিন ডেলিভারি দিতে চীনা সরকার কাজ শুরু করেছে।
আরও পড়ুন: করোনাভাইরাস: অবশেষে আইপিএল স্থগিত
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন যে ভ্যাকসিন ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দিষ্ট করে জানিয়েছেন ১০ মে ভ্যাকসিন আসবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চীন ও রাশিয়ার সংযোগ স্থাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে ড. মোমেন ইউএনবিকে বলেন, ‘কখন এবং কত ডোজ টিকা কীভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।’
মন্ত্রী বলেন, চীনে ৫ দিনের মে দিবসের ছুটি চলছে যা ৫ মে শেষ হবে। এই ছুটির কারণে চীনে সবকিছু বন্ধ থাকবে।
ভ্যাকসিন পেতে রাশিয়া ও আমেরিকার সাথে যোগাযোগ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্ডারের ভিত্তিতে ভ্যাকসিন উৎপাদন হওয়ায় কিছু সময় লাগবে।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেছেন, করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষায় সরকার যেকোনো মূল্যে ভ্যাকসিন সংগ্রহ করবে। ‘আমরা আরও ভ্যাকসিন আনছি, কত টাকা লাগবে সেটা কোনো বিষয় নয়।’
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৫৬৮ জন।
বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ৯ হাজার ৯১৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৮১৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৭৭ হাজার ৫০০ জন।
আরও পড়ুন: ঈদের আগেই চীন থেকে ভ্যাকসিন পেতে আশাবাদী ঢাকা
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৬২২ জনে। দেশটিতে এপর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৫২৯ জন।
ল্যাটিন আমেরিকার এই দেশটিতে করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে মৃত্যু দেখতে পায় দেশটি।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন এবং মারা গেছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।